
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে ভরাডুবি। আইপিএলের পরেই দল ঢেলে সাজানোর কাজ শুরু করবে চেন্নাই। জানিয়ে দিয়েছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। আইপিএলে এই প্রথম টানা দু’বার প্লে অফে উঠতে ব্যর্থ হল চেন্নাই সুপার কিংস।
১১ ম্যাচে পয়েন্ট মাত্র চার। পয়েন্ট তালিকায় একেবারে শেষে রয়েছেন ধোনিরা। অথচ মুম্বইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল চেন্নাই। কিন্তু তারপর থেকে দল থেকেছে পরাজয়ের সরণিতে। জয়ের রাস্তায় আর ফেরা হয়নি। তার উপর চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে। এরপর ধোনিকে দেওয়া হয় দায়িত্ব। কিন্তু তিনিও দলের হার শোধরাতে পারেননি।
এটা ঘটনা আইপিএলে অন্যতম সফল দল চেন্নাই। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে তাঁরা। বরাবরই একটা শক্তপোক্ত দল নিয়ে মাঠে নেমেছে তারা। কিন্তু এবারই যেন সবকিছু গুলিয়ে গিয়েছে। তাই এটা প্রায় নিশ্চিত যে এবার চেন্নাই দল পুনর্গঠন করতে মরিয়া। সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দিয়েছেন, দল পুনর্গঠন করা হবে। আর সেই প্রক্রিয়া এই আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে। অর্থাৎ ধোনির ভবিষ্যৎ কী হতে চলেছে তা জানা যাবে চলতি আইপিএল শেষ হলেই।
তবে এই খারাপ পারফরম্যান্সের জন্য আলাদা কোনও ক্রিকেটারকে দোষারোপ করেনি চেন্নাই। শুধু জানিয়েছে, একসঙ্গে গোটা দলই ছন্দ হারিয়ে ফেলেছে।
কাশী বিশ্বনাথন বলেছেন, ‘কাউকে দোষ দিচ্ছি না। দল পুনর্গঠন করতে হবে।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘একসঙ্গে সব ক্রিকেটার ছন্দ হারিয়ে ফেলাতেই এই সমস্যা। এই ক্রিকেটাররাই কিন্তু একটা সময় দুর্দান্ত খেলেছে। এবার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা যে কোনও দলের ক্ষেত্রেই হতে পারে। তার উপর রুতুরাজের চোট সমস্যায় ফেলেছে। ক্রিকেটে সবসময় জেতা যায় না। এবার ভাল খেলতে পারিনি। কিন্তু আমরা শক্তিশালী হয়ে ফিরে আসব।’
প্রসঙ্গত, বছরের পর বছর ধরে বয়স্ক ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে চেন্নাই। যদিও সেই প্রক্রিয়া কাজে দিয়েছে। কিন্তু এবার তরুণ ক্রিকেটারদের উপর বেশি করে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্বনাথন।
এবারই যেমন চেন্নাই ১৭ বছরের আয়ূষ মাত্রে, ২২ বছরের ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নেওয়া হয়েছে। সেখানে ধোনির বয়স ৪৩। এই প্রসঙ্গে বিশ্বনাথন বলেছেন, ‘ধোনি নিজেই সিদ্ধান্ত নেবে। কোনও সিদ্ধান্ত নিলে সেটা ও জানিয়ে দেবে। এখনও অবধি ধোনি এবিষয়ে কিছু জানায়নি।’
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের